চট্টগ্রম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের আদেশে পলাতক আসামির সম্পত্তি জব্দ করতে যাওয়া পুলিশদের উপর হামলায় এএসআই সহ দুজন আহত হয়েছেন।
আসামির স্বজনরা দা দিয়ে কুপিয়ে আহত করেছেন,বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্ত্তী ও কনস্টেবল নুরুন্নবী টিপুকে ।
শনিবার (১৯জানুয়ারী) উপজেলার দক্ষিণ জলদি গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান।
তিনি বলেন, ওই গ্রামের জমির উদ্দিন কালু নামে এক যুবক চন্দনাইশ থানার ৩২৬ ধারার (অস্ত্র দিয়ে আঘাত করা) একটি মামলার আসামি ।
জমির দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দেয়। আজ দুপুরে আদালতের আদেশে বাঁশখালী থানা পুলিশের একটি দল তার বাড়ি যায়।
এ সময় জমিরের স্বজনরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে । এতে দুজন আহত হয়।
আহত নুরুন্নবীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও এএসআই প্রদীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করাতে হয়েছে । তবে বর্তমারে দুইজনই আশঙ্কামুক্ত বলে জানান ওসি কামাল।