নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ” এর ১৪তম বার্ষিক সাধারন সভা ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (পহেলা ফেব্রুয়ারি ) জেলা শহরে অবস্থিত রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ঝাকঝমক পূর্ণ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পরিষদের সভাপতি মষ্টার মোহাম্মদ ছাইফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন,পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর জেডএম ফারূকী ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, এডভোকেট মোঃ হাফিজুর রহমান, এডভোকেট এম এন জামান।
বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.সালাহ উদ্দিন শরীফ,পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন নিজামী, সাধারন সম্পাদক এডভোকেট রুহুল আমিন কিরণ, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক একেএম নুরুল আলম, তথ্য ও গবেষনা সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন হাওলাদার সহ কার্যনির্বাহ কমিটি ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন শিক্ষার্থীকে প্রদান করা হয় শিক্ষা অনুদান ।